ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় পাশ করবেন?

 



WBPSC ফুড SI নিয়োগ 2024
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) 22শে আগস্ট 2023 তারিখে WBPSC ফুড SI-এর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যেখানে মোট ভ্যাকেন্সি 480। WBPSC ফুড SI অনলাইন আবেদন 23শে আগস্ট 2023 থেকে শুরু হয়েছিল। এই আর্টিকেলে, WBPSC  SI নিয়োগ 2024-এর বিস্তারিত তথ্য রয়েছে। WBPSC ফুড SI পরীক্ষার তারিখ 2024, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) লিখিত পরীক্ষার জন্য অফিসিয়ালভাবে 4ই জানুয়ারী 2024 তারিখে ঘোষণা করেছে। WBPSC ফুড SI নিয়োগ লিখিত পরীক্ষাটি 16ই মার্চ (শনিবার) এবং 17 মার্চ (রবিবার), 2024 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে।

WBPSC ফুড SI নিয়োগ 2024 ভ্যাকেন্সি
WBPSC ফুড SI ভ্যাকেন্সি বিস্তারিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। যেখানে মোট ভ্যাকেন্সি 480। নিচের টেবিল থেকে ক্যাটাগরি ভিত্তিক ভ্যাকেন্সি দেখুন।

WBPSC ফুড SI ভ্যাকেন্সি 2024
ক্যাটাগরি ভ্যাকেন্সি
UR 220
SC 97
ST 29
OBC [A] 48
OBC [B] 34
PwBD (All) 19
Ex-Service Men 24 (UR- 19, SC-05)
Meritorious Sportsperson 09
Total 480
SC./S.T./O.B.C.(NC) রিজার্ভেশন শুধুমাত্র সেই প্রার্থীদের জন্য বৈধ হবে যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য রাজ্যের SC./S.T./O.B.C. প্রার্থীদের জেনারেল প্রার্থী হিসেবে গণ্য করা হবে।
যারা ইউনিয়নের আর্মড ফোর্সে যেকোনো পদে কমপক্ষে ছয় মাসের স্থায়ী পরিষেবা দিয়েছেন সেই সমস্ত প্রাক্তন সেনা রিজার্ভেশনের জন্য যোগ্য হবেন।.

জেনারেল স্টাডিজ৫০ নম্বর

টপিক

প্রশ্নের সংখ্যা

ইতিহাস

টি

ভৌত বিজ্ঞান

টি

সংবিধান

টি

সাধারণ জ্ঞান

১৭ টি

ভূগোল

টি

জীবন বিজ্ঞান

টি

অর্থনীতি

টি

কম্পিউটার

টি

এরিথমেটিক৫০ নম্বর

টপিক

প্রশ্নের সংখ্যা

বর্গমূল

টি

গড়

টি

সমাহার বৃদ্ধি

টি

অনুপাত সমানুপাত

টি

কার্য সময়

টি

ঘড়ি সংক্রান্ত

টি

সংখ্যা

টি

ভগ্নাংশ

টি

লাভ ক্ষতি

টি

নৌকা স্রোত

টি

শতকরা

টি

সরল সুদ

টি

বয়স সংক্রান্ত

টি

.সা.গু. .সা.গু.

টি

সময় দূরত্ব

টি

ক্যালেন্ডার

টি

সরলীকরণ

টি

নল চৌবাচ্চা

টি

মিশ্রণ

টি

অন্যান্য

টি

 

 বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 


1. গুপ্তযুগের নিউটন কে?

[A] উপগুপ্ত
[B] আর্যভট্ট
[C] চরক
[D] বরাহমিহির

উত্তরঃ [B] আর্যভট্ট

2. বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে?

[A] রামানন্দ
[B] নামদেব
[C] কবীর
[D] নানক

উত্তরঃ [A] রামানন্দ

3. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?

[A] মাইসোর
[B] শ্রীরঙ্গপত্তনম
[C] হাম্পি
[D] বেলুর

উত্তরঃ [B] শ্রীরঙ্গপত্তনম

4. ভারতের কোন জায়গায় সবথেকে সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়?

[A] ভরতপুর
[B] মাকরানা
[C] জয়সলমীর
[D] যোধপুর

উত্তরঃ [B] মাকরানা

5. মৌসুমী বায়ু ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?

[A] কেরালা
[B] তামিলনাড়ু
[C] মহারাষ্ট্র
[D] কর্ণাটক

উত্তরঃ [A] কেরালা

6. স্পঞ্জ কী?

[A] ছত্রাক
[B] জীবাশ্ম
[C] উদ্ভিদ
[D] জীবদেহ

উত্তরঃ [D] জীবদেহ

7. কাঁদানে গ্যাস কি?

[A] নাইট্রাস অক্সাইড
[B] নাইট্রিক অক্সাইড
[C] নাইট্রোজেন
[D] ক্লোরোপিকরিন

উত্তরঃ [D] ক্লোরোপিকরিন

8. ভারতের কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করল?

[A] ঝাড়খন্ড
[B] ছত্রিশগড়
[C] পশ্চিমবঙ্গ
[D] কর্ণাটক

উত্তরঃ [C] পশ্চিমবঙ্গ

9. ইন্টারন্যাশনালকোর্ট অফ জাস্টিসকোথায় অবস্থিত?

[A] হেগ
[B] ল্যাসেন
[C] নিউইয়র্ক
[D] জাকার্তা

উত্তরঃ [A] হেগ

10. তুর্কির মুদ্রা কি নামে পরিচিত ছিল?

[A] সিলিং
[B] পাউন্ড
[C] লিরা
[D] পেসো

উত্তরঃ [C] লিরা

1. জওহরব্রত পালন করত কোন অঞ্চলের মহিলা সম্প্রদায়?

[A] গুজরাট
[B] মালব
[C] বাংলা
[D] রাজপুতানা

উত্তরঃ [D] রাজপুতানা

2. ইবনবতুতা কার আমলে ভারতে এসেছিলেন?

[A] আলাউদ্দিন খিলজী
[B] আকবর
[C] মোহাম্মদ বিন তুঘলক
[D] ইলতুৎমিস

উত্তরঃ [C] মোহাম্মদ বিন তুঘলক

3. কিতাব-উল-রেহালা লেখা কার?

[A] আল-বেরুনী
[B] ইবন বতুতা
[C] আবুল ফজল
[D] হাসান নিজামী

উত্তরঃ [B] ইবন বতুতা

4. চেঙ্গিস খান কার সময়ে ভারত আক্রমণ করেন?

[A] আলাউদ্দিন খিলজি
[B] ইলতুৎমিস
[C] মোহাম্মদ বিন তুঘলক
[D] গিয়াসউদ্দিন বলবন

উত্তরঃ [B] ইলতুৎমিস

5. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা কোনটি?

[A] Anthracite
[B] লিগনাইট
[C] বিটুমিনাস
[D] উপরের কোনোটিই নয়

উত্তরঃ [C] বিটুমিনাস

6. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা___________________

[A] উত্তর এবং উত্তরপূর্ব
[B] উত্তরে
[C] উত্তর, উত্তরপশ্চিম দক্ষিণপূর্বে
[D] উত্তর-পশ্চিম এবং দক্ষিণপূর্বে

উত্তরঃ [C] উত্তর, উত্তরপশ্চিম দক্ষিণপূর্বে

7. ঋণ মুক্ত _______________ যৌগটি থার্মোপ্লাস্টিক

[A] নাইলন 6-6
[B] রাবার
[C] বেকেলাইট
[D] PVC

উত্তরঃ [A] নাইলন 6-6

8. আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের যুগান্তকারী কাজ কোনটি?

[A] HgO
[B] HgC12
[C] H2O4
[D] Hg2C12

উত্তরঃ [B] HgC12

9. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল কে রক্ষা করে?

[A] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[C] এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া
[D] অর্থমন্ত্রক, ভারত সরকার

উত্তরঃ [B] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

10. ব্যাংক রেট _______________________ সুদের হারকে বোঝায়

[A] যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার দেয়
[B] যে হারে ব্যাংকগুলি আমানতকারীদের টাকা ধার দেয়
[C] যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলি শিল্প ঋণ দান করে এমন প্রতিষ্ঠানদের ধার দেয়
[D] উপরের কোনোটিই সঠিক নয়

উত্তরঃ [A] যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার দেয়

1. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?

[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] দ্বিতীয়

2. ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন ধরণের?

[A] মিশ্র অর্থনীতি
[B] মুক্ত অর্থনীতি
[C] গান্ধীবাদী অর্থনীতি
[D] সমাজতান্ত্রিক অর্থনীতি

উত্তরঃ [A] মিশ্র অর্থনীতি

3. SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?

[A] ডাইন
[B] নিউটন
[C] ওয়াট
[D] আর্গ

উত্তরঃ [B] নিউটন

4. এনজাইম হচ্ছে

[A] কার্বোহাইড্রেটধর্মী
[B] প্রোটিনধর্মী
[C] লিপিডধর্মী
[D] ষ্টেরয়েডধর্মী

উত্তরঃ [B] প্রোটিনধর্মী

5. থেয়াম কোন রাজ্যের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য?

[A] কেরালা
[B] মিজোরাম
[C] আসাম
[D] সিকিম

উত্তরঃ [A] কেরালা

6. হান্টার কমিশন কে গঠন করেছিলেন?

[A] লর্ড ওয়েলিংট
[B] লর্ড কার্জন
[C] লর্ড অকল্যান্ড
[D] লর্ড রিপন

উত্তরঃ [D] লর্ড রিপন

7. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?

[A] লোকসভায় অধ্যক্ষ
[B] প্রধানমন্ত্রী
[C] রাষ্ট্রপতি
[D] অর্থমন্ত্রী

উত্তরঃ [C] রাষ্ট্রপতি

8. কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?

[A] বিটা
[B] গামা
[C] এক্স রশ্মি
[D] আলফা

উত্তরঃ [C] এক্স রশ্মি

9. মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

[A] বাল গঙ্গাধর তিলক
[B] লালা হরদয়াল
[C] অ্যানি বেসান্ত
[D] লালা লাজপত রায়

উত্তরঃ [A] বাল গঙ্গাধর তিলক

10. বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?

[A] জেকোবাবাদ
[B] আবুধাবি
[C] ইসলামাবাদ
[D] নিউ দিল্লি

উত্তরঃ [A] জেকোবাবাদ

1. বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন__________________

[A] আহমদ শাহ
[B] আলাউদ্দিন মুজাহিদ শাহ
[C] তাজউদ্দীন ফিরোজ শাহ
[D] আলাউদ্দিন বাহমন শাহ

উত্তরঃ [D] আলাউদ্দিন বাহমন শাহ

2. বাংলার আদিনা মসজিদ নির্মাণ কে করেন?

[A] সিকান্দার শাহ
[B] ইলিয়াস শাহ
[C] হামজা শাহ
[D] আজম শাহ

উত্তরঃ [A] সিকান্দার শাহ

3. সুলতানি যুগে কোন কবি গুনরাজ খাঁ উপাধি পেয়েছিলেন?

[A] গোবিন্দ দাস
[B] জ্ঞানদাস
[C] চন্ডীদাস
[D] মালাধর বসু

উত্তরঃ [D] মালাধর বসু

4. মোহাম্মদ বিন কাশিম কবে সিন্ধু জয় করেন?

[A] 715 খ্রিষ্টাব্দ
[B] 712 খ্রিষ্টাব্দ
[C] 721 খ্রিষ্টাব্দ
[D] 718 খ্রিষ্টাব্দ

উত্তরঃ [B] 712 খ্রিষ্টাব্দ

5. ভারতের ধান উৎপাদনের মোট কত শতাংশ পশ্চিমবঙ্গে হয়?

[A] ১৫ %
[B] ১০%
[C] ২৫%
[D] 20 %

উত্তরঃ [C] ২৫%

6. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য

[A] বর্ষার শেষে
[B] বর্ষার প্রথম
[C] গ্রীষ্মকালে
[D] শীতকালে

উত্তরঃ [C] গ্রীষ্মকালে


7. পিতল কোন মুক্ত ধাতুদ্বয়ের সঙ্কর

[A] তামা টিন
[B] লোহা তামা
[C] তামা দস্তা
[D] তামা অ্যালুমিনিয়াম

উত্তরঃ [C] তামা দস্তা


8. পানীয় জলের মধ্যে কার উপস্থিতি কাম্য?

[A] Ca
[B] K
[C] Fe
[D] As

উত্তরঃ [B] K

9. ভারতের রেল বাজেট

[A] রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ
[B] কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ
[C] কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা
[D] উপরের কোনোটিই নয়

উত্তরঃ [B] কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ

10. ভারতবর্ষে টাকাকড়ি সংক্রান্ত নীতি কে নির্ধারণ করে?

[A] ভারতীয় রিজার্ভ ব্যাংক
[B] ভারত সরকার
[C] ভারতীয় স্টেট ব্যাংক
[D] উপরের কোনোটিই নয়

উত্তরঃ [A] ভারতীয় রিজার্ভ ব্যাংক

No comments

Powered by Blogger.