SBI ASHA Scholarship 2023: আবেদন করুন, আর পেয়ে যান 15,000 টাকা

 


SBI ASHA Scholarship 2023: আবেদন করুন, আর পেয়ে যান 15,000 টাকা

ভারত সরকারের সূচনা করা , ইন্টিগ্রেটেড লার্নিং মিশন (ILM) এর অধীনে, ভারত জুড়ে নিম্ন আয়যুক্ত পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশুনা চালানোর জন্য আর্থিক সহায়তা দিচ্ছে এসবিআই। এসবিআইয়ের এই স্কলারশিপটির নাম এসবিআই আশা স্কলারশিপ (SBI ASHA Scholarship) এই স্কলারশিপে শিক্ষার্থীদের এক বছরের জন্য 15,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপটির জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

SBI আশা স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্যতা

() আবেদন করার জন্য শিক্ষার্থীদের 6 থেকে 12 শ্রেণীর পড়ুয়া হতে হবে।

()  আবেদনকারী শিক্ষার্থীদের আগের শিক্ষাবর্ষে 75% নম্বর পেতে হবে।

() আবেদনকারী শিক্ষার্থীদের পরিবারের মোট বার্ষিক আয় 3,00,000/- টাকার কম হতে হবে।

()  ভারতীয় নাগরিক হতে হবে। 

SBI আশা স্কলারশিপে অনুদান বা টাকার পরিমান

এই SBI স্কলারশিপটিতে নির্বাচিত ছাত্র ছাত্রীদের এককালীন 15,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই স্কলারশিপে একবার নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী বছর এই স্কলারশিপটি আর রিনিউ করতে পারবে না।

SBI আশা স্কলারশিপের জন্য আবেদন পদ্ধতি

() আবেদন করতে প্রথমে SBI ASHA Scholarship লিখে সার্চ করুন। স্কলারশিপের পেজটি খুলে গেলে Start Application অপশনে ক্লিক করু।

()  আবেদনপত্রে যেসব প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে, তা যথাযথভাবে পূরণ করুন।

() এবার প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।

() শেষে, Terms and Conditions তে টিক চিহ্ন দিয়ে স্বীকার করুন।

() একেবারে শেষে Preview তে ক্লিক করে দেখে নিন সমস্ত তথ্য সঠিক দিয়েছেন কি না।
ছয়, Submit অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন। 

SBIআশা স্কলারশিপের আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

এই এসবিআই আশা স্কলারশিপে আবেদন করতে যেসব নথিপত্র লাগবে সেগুলি হল নিম্নরূপ:

() আগের শিক্ষাবর্ষের মার্কশিট।

()  পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড।

()  চলতি বছরের ভর্তির প্রমাণ (ফি জমা দেওয়ার রসিদ বা ভর্তি পত্র বা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা বোনাফাইড সার্টিফিকেট)

()  আবেদনকারীর (নিজস্ব বা পিতামাতার) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।

()  পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ (ফর্ম 16A/সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র/বেতন স্লিপ, ইত্যাদি)

()  আবেদনকারী শিক্ষার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি। 

SBI আশা স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া

প্রথমে এখানে আবেদনকারী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা আর্থিক পাঠভূমির যাচাই করে শর্ট লিস্ট করা হবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং telephonic interview এর মাধ্যমে ফাইনাল নির্বাচিত করা হবে। নির্বাচিত হলে পড়ুয়া এই স্কলারশিপের অনুদান অর্থাৎ নির্ধারিত পরিমানে টাকা পাবে।

SBI আশা স্কলারশিপের হেল্পলাইন

এই স্কলারশিপে আবেদন করতে কোনো সমস্যা হলে অথবা কোনো প্রশ্ন থাকলে আপনি নিচের দেওয়া মাধ্যমে আপনার সমস্যার সমাধান তথা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 

ফোন: 011-430-92248(Ext-303)

ইমেল: sbiashascholarship@buddy4study.com 

 



No comments

Powered by Blogger.